[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

পানছড়িতে অটোরিকশার দাপটে অসহায় সাধারণ মানুষ

১৩১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকের দাপটে পথেঘাটে সাধারনের চলাচল কঠিন হয়ে পড়েছে। একদিকে যেমন অটোরিক্সা বাড়ছে, তেমনি বাড়ছে জীবনের ঝুঁকিও। যানজট যেন এখন নিত্যদিনের ঘটনা। জনগনের দুর্ভোগ দেখার যেন কেউ নেই এমন অভিযোগ পানছড়ি উপজেলাবাসীর।

রবিবার (১২ফেব্রুয়ারি) হাটবারে পানছড়ি বাজার ও তার আশপাশ এলাকা ঘুরে দেখা যায়, অন্তত হাজার খানেক অটোরিকশা-ইজিবাইক। সড়কের যান চলাচলের নিয়মকানুন জানা না থাকায় দেখা যায় যত্রতত্র পার্কিং, গাড়িতে যাত্রী উঠা-নামা। ফলে অন্যান্য যানবাহনের চলাচলে বিঘ্ন ছাড়াও পায়ে হেঁটে চলাফেরাও কঠিন হয়ে পড়েছে।

পানছড়ির ৪টি অটোরিক্সা মালিক ও চালক সমিতির তথ্যমতে, ৫৮০টি তালিকাভুক্ত থাকলেও সমিতির বাইরে আরোও পাঁচশতেরও বেশি অনুমোদন ব্যাতিত যানবাহনের কাছে জিম্মি স্থানীয় বাসিন্দারা। দ্রুতগতিতে চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া, যত্রতত্র পার্কিং, যানজট বৃদ্ধি ও অবৈধ বিদ্যুৎ সংযোগসহ এ নিয়ে প্রতিদিন থাকে অসংখ্য অভিযোগ। এগুলো নিয়ন্ত্রণ আমাদের পক্ষে সম্ভব নয়। এতে রাজনৈতিক, সামাজিক ও সর্বোপরি উপজেলা প্রশাসনের ভূমিকা খুবই জরুরী। তা না হলে আগামীতে আরো বেশি সমস্যায় পড়বে পানছড়িবাসী।

পানছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা জানান, বিশেষ করে হাটের দিন পানছড়ি জিরো পয়েন্ট থেকে কলাবাগান ব্রিজ ও চেঙ্গী ব্রীজ পর্যন্ত সব মিলিয়ে এক কিলোমিটারের কম এলাকা পাঁড়ি দিতে পায়ে হেঁটেও ৪০-৪৫ মিনিট সময় লাগে। অটোরিক্সা ওয়ালারা ফুটপাতসহ রাস্তায় জ্যাম করে দাঁড়িয়ে থাকে। যার ফলে শুধু শরীরটা নিয়ে হেঁটে যাওয়াও কঠিন হয়ে পড়ে।

এ্যাম্বুলেন্স চালক আব্দুল কাদের জানান, পানছড়ির প্রতিটি রাস্তায় ব্যাটারীচালিত অটোরিকশা এলোমেলোভাবে রাখায় প্রতিনিয়ত জরুরী সেবার রুগী নিয়ে যেতে হিমশিম খেতে হয়। সামান্য ৫০০ গজ রাস্তা পাঁড়ি দিতে মাঝে মাঝে আধা ঘন্টাও সময় লাগে।

ব্যাটারীচালিত ইজিবাইক চালক সাইফুল হোসেন বললেন, আমরাতো উপজেলা পরিষদ ও সমিতির স্টিকার নিয়ে চালাচ্ছি। তবে স্টিকারবিহীন প্রায় ৫-৬ শত নতুন ইজিবাইক ও অটোরিকশা ঢুকছে। অনুমোদনহীন অতিরিক্ত অটোরিক্সা না থাকলে রাস্তা জ্যাম হতো না।

কথা হয় বয়োবৃদ্ধ মোঃ শাহ আলমের সাথে। তিনি আগে রিক্সা চালাতেন। বয়স ও যাত্রীর অভাবে জীবিকার তাগিদে এখন অটোরিকশা চালান। তিনি বলেন, পায়ে টানা রিক্সায় এখন আর যাত্রীরা উঠতে চায় না। তাই বাধ্য হয়ে বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনেছি। এভাবেই প্রতিনিয়ত বাড়ছে অটোরিকশা।

আগামীতে নয়, এই মুহূর্তেই এই সব অটোরিকশা নিয়ে চরম সমস্যা দেখিয়ে মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ বলেন, যাতায়াত ও পরিবহনের জন্য যানবাহন জরুরী। একথা যেমন সত্য তেমনি অতিরিক্তও ভালো না। অটোরিকশাগুলো এখন পানছড়ি’র বিষফোঁড়া। এগুলোর যন্ত্রণায় রাস্তা পার হতেও আতঙ্কিত হই আমরা। যখন-তখন উল্টে যাচ্ছে ।

তারই প্রমান যেন আজ হাটবাজারের দিনেই। দুপুরে বেপরোয়া গতিতে ব্যাটারীচালিত অটোরিকসা বাজারের পাশ্বস্থ সিনিয়র মাদ্রাসা’র পুকুরে নেমে পড়ে। এতে পুর্ণ মোহন ত্রিপুরা নামে বয়োবৃদ্ধের ডান হাত ভেঙ্গে যায়।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেন, অটোরিক্সা রেজিষ্ট্রেশনের জন্য স্টিকার দিয়েছি। এগুলোর বাইরে সবই অবৈধ। প্রতিটি আইনশৃঙ্খলা মিটিংয়ে পরিবহন চালক ও মালিক সমিতির নেতাদের এ বিষয়ে বারবার তাগিদ দেওয়ার পরও অটো চালকদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নিয়ম না মানলে খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।