কাপ্তাই তথ্য অফিসের পাড়াকেন্দ্রে উন্মুক্ত বৈঠক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন তালুকদার পাড়াকেন্দ্রে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক হয়েছে। রবিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ’র আওতায় ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য ও উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,মাদক,গুজব ওপর সভা করা হয়।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রত্না প্রভা চাকমা,মাঠ সংগঠক,টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ও সোনিয়া তালুকদার,পাড়াকেন্দ্র শিক্ষিকা ও স্থানীয় নেতৃবৃন্দ।
ভিডিও কলে বক্তব্য রাখেন হাসিনা আক্তার, পরিচালক (প্রচার ও সমন্বয়),গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।