মানিকছড়িতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ; বিএনপির পদযাত্রা কর্মসূচি লক্ষ করা যায়নি
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টার প্রতিবাদে মানিকছড়ি উপজেলার চারটি ইউনিয়নে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তিনটহরী ও যোগ্যাছোলা ইউনিয়নে এবং বিকেলে উপজেলার বাটনাতলী ও মানিকছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১নং মানিকছড়ি (সদর) ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি খাগড়াছড়ি-চট্টগ্রাম ও বাজার সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পৃথক পৃথক সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ চলাপ্রু মারাম নিলয় প্রমূখ। এতে উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অন্যদিকে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ে পিএনপির পদযাত্রা কর্মসূচি পালনের কথা থাকলেও মানিকছড়িতে তা লক্ষ করা যায়নি। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন জানান, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রার কথা থাকলেও আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলার স্বীকারের এক পর্যায়ে উক্ত কর্মসূচি পরিহার করতে বাধ্য হয়েছি। তাছাড়া প্রশাসনের সহযোগিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আমাদের কোনো সহযোগিতা করেনি।
বিএনপির পদযাত্রায় আ.লীগের হামলার কথা অস্বীকার করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন। তিনি জানান, বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। যারা মাঠে নেই তাদের উপর হামলার তো কোনো প্রশ্নই আসে না।
মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম জানান, উপজেলার চারটি ইউনিয়নে আওয়ামীলীগ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হলেও বিএনপির কোনো নেতাকর্মীকে তাদের পদযাত্রা কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তাছাড়া বিএনপির নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা তাদের ডিউটি শেষে থানায় ফিরেছেন। তিনি আরো জানান, পিএনপির নেতাকর্মীদের উপর হামলার কোনো খবর আমরা পাইনি।