[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদু উপজেলায় জায়গা-জমি বিষয়ে গনশুনানীতে সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ

অসহায় মানুষের কল্যাণে সরকারি খরচেই আইনগত সহায়তায় লিগ্যাল এইড

৫০

॥ মিলটন বড়ুয়া ॥

অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিনা খরচে সরকার বিভিন্নভাবে আইনী সহায়তা দিয়ে আসছে। যারা মামলা চালনায় অক্ষম তাদের জন্য সরকারি খরচে জেলা লিগ্যাল এইড এসব আইনী সহায়তার জন্য নিরলস কাজ করছে। তাই যে কোন আইনী সহায়তা পেতে লিগ্যাল এইড আপনার পাশে থাকবে। সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ এবং গনশুনানীতে গিয়ে গত সোমবার জেলা লিগ্যাল এইড এর কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ এসব কথা বলেন।

লংগদু উপজেলার বেশ কিছু এলাকার জায়গা জমি সংক্রান্ত ও বিভিন্ন মামলার বিষয়ে গনশুনানীতে গিয়ে তিনি এই সংক্রান্ত অন্তত ১৫টি মামলার শুনানী এবং পরামর্শ দিয়ে স্বাভাবিক জীবন যাপনের জন্য একে অপরের সহায়ক হওয়ার জন্য আহ্বান করেন। জজ মোঃ জুনাইদ আরো বলেন, অন্যায় আবদার একে অপরকে অহেতুক হয়রানি থেকে আপনার বিরত থাকবেন এসব বিষয়ে কোন ছাড় নয়। কেউ কারো প্রতি কোন ধরনের রুর আচরণ থেকেও বিরত থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। যারা মামলা পরিচালনায় অক্ষম তাদের জন্য লিগ্যাল এইড সরকারি খরচেই মামলা দেখভাল করবে। জায়গা জমি সংক্রান্ত জটিলতা মামলার বিষয়গুলো প্রত্যক্ষ করতে এবং যাহাতে কেউ দুর্নীতির আশ্রয় নিতে না পারে সে জন্য তিনি স্থানীয়দের বাদ দিয়ে অন্য এলাকা থেকে সার্ভেয়ারও সঙ্গে নিয়ে যান। অভিযোগের স্থানগুলোর মধ্যে সকাল থেকেই উঁচু নিচু পাহাটিলা সমানেই হেঁটে হেঁটে অভিযোগগুলোর সমাধান এবং শুনানী করেই গিয়েছেন। এসময় বাদী বিবাদী প্রত্যেকেই যথেষ্ট সহনশীল থেকেই শ্রদ্ধার সাথে আদেশ নির্দেশ মেনে শুনানীতে অংশ গ্রহন করেছেন।

পরে শুনানীর অনেকাশেংর পর দুপুরে মাইনীমুখ মডেল হাই স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে সরকারি খরচে আইনগত সহায়তা এবং পরামর্শ বিষয়ের প্রচারাভিযান ও গনশুনানীতেও অংশ গ্রহন করেন। স্কুলের প্রধান শিক্ষিকা রফিকুননেছা রোজী সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে উত্তাপন করেন। এসময় সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ এবং সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও প্রকাশ মিলটন বড়ুয়া উপস্থিত ছিলেন।

এসময় স্কুলের একটি শ্রেনী কক্ষে শতের অধিক ছাত্র/ছাত্রীদের সাথে জজ মোঃ জুনাইদ আইনী বিষয়গুলোর নিয়ে আলোচনা করেন। তিনি তাদেরকে লিগ্যাল এইড এর কার্যক্রম বিষয়ে সাবলীলভাবে উত্তাপন করে ছাত্র/ছাত্রীদের বুঝিয়ে দেন। জেলা লিগ্যাল এইড এর কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ এ সংক্রান্ত বিষয় প্রচারাভিযান ও গনশুনানীতে পুলিশের কর্মকর্তা সহ অন্যান্য সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ সাথে ছিলেন।

এদিকে সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ এর নিরলস পরিশ্রম এবং মামলা সংক্রান্ত জটিলতা নিরসন ও আইনী সহায়তা নিয়ে রাঙ্গামাটিতে যথেষ্ট সুনাম অর্জন করে চলেছেন বলে বাদী-বিবাদী এবং ভুক্তভোগীরা জানিয়েছেন। তাঁর নিরলস প্রচেষ্টা এবং সহায়তা একে অপরের কল্যাণে অবদান থাকবে বলেও তারা উল্লেখ করেন। বাদী বিবাদীর আবেদনের প্রেক্ষিতে মামলা নিষ্পত্তি এবং মামলা পরিচালনায় অক্ষম ও অসহায়দের আইনী সহায়তা নিয়ে তিনি একজন বিজ্ঞ সেবক, শাসক এবং বিচারকের প্রশংসা রাখছেন বলেও দাবি করেন।