[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় চাঁদের গাড়ি উল্টে শ্রমিক নিহত

৬৭

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং এলাকায় চাঁদের গাড়ি(জীব) উল্টে এক শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) বিকাল ৫টায় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৪কিলো নামক স্থান থেকে চাঁদের গাড়ি করে লাকড়ি বোঝাই করে নিয়ে আসার পথে হাজাছড়া এলাকায় চাঁদের গাড়ী উল্টে জুবাইয়েদ হুসেইন বাবু (২৪) নামে এক শ্রমিক মারা গেছে।

জানাযায়, উপজেলার মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে । আহতরা হলেন, চান্দের গাড়ির চালক মো.শাহ আলম (২৪) এবং শ্রমিক রশিকনগর এলাকার বাসিন্দা নাঈম (১৮)। ঘটনার পর পর আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাকড়ি বোঝাই চান্দের গাড়ি মেরুং আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।