[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী প্রদান

৫১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলাধীন গভামারা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করে।

রবিবার (৫ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ মাহবুবুল বারী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ গভামারা এলাকার মোঃ জহির (৫০) উদ্দিন’র বাড়িতে গিয়ে উক্ত মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, আটা, লবণ ও সয়াবিন।

এ সময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ মাহবুবুল বারী বলেন, পার্বত্যঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন রক্ষার পাশাপাশি অত্র এলাকায় বসবাসরত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আগামীতেও সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।