পানছড়িতে গাঁজাসহ আটক ১
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে গাঁজাসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তি মোঃ আব্দুস সাত্তার (৫৮)। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়া’র সন্তান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে ওসি মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে আসামীর নিজ বাড়ি থেকে ৫৪০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে পূর্বের আরো ৪টি মাদক মামলা রয়েছে। সে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করেছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ সদা সতর্ক অবস্থানে আছে ও থাকবে।