হেল্পপিং হেন্ড’স ফর কাপ্তাই রাইখালী বড়খোলা পাড়া এতিম মাদরাসা শিক্ষার্থীদের লেফ বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
হেল্পপিং হেন্ড’স ফর কাপ্তাই রাইখালী বড়খোলা পাড়া তালিমুল হেফজখানা ও এতিমখানা মাদরাসায় শিক্ষার্থীদের শীতবস্ত্র লেফ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে এতিম মাদরাসা শিক্ষার্থীদের এ লেফ বিতরণ করা হয়। এরপর একটি আলোচনা সভা করে হয়।
রক্সির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোহাম্মদ হারুনর রশীদ। প্রধান বক্তা ছিলেন হেল্পপিং হেন্ড’স ফর কাপ্তাই পরিচালক ও সাবেক ইউপি সদস্য পারুল আক্তার। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আমিনী, ইউপি সদস্য আলহাজ্ব মোঃ আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ, ইকবাল হোসেন জুয়েল, জাকির হোসেন, জাহাঙ্গীর ও মাহাবুব। এসময় অত্র মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।