[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
[/vc_column_text][/vc_column][/vc_row]

হেল্পপিং হেন্ড’স ফর কাপ্তাই রাইখালী বড়খোলা পাড়া এতিম মাদরাসা শিক্ষার্থীদের লেফ বিতরণ

১৩৮

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

হেল্পপিং হেন্ড’স ফর কাপ্তাই রাইখালী বড়খোলা পাড়া তালিমুল হেফজখানা ও এতিমখানা মাদরাসায় শিক্ষার্থীদের শীতবস্ত্র লেফ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে এতিম মাদরাসা শিক্ষার্থীদের এ লেফ বিতরণ করা হয়। এরপর একটি আলোচনা সভা করে হয়।

রক্সির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোহাম্মদ হারুনর রশীদ। প্রধান বক্তা ছিলেন হেল্পপিং হেন্ড’স ফর কাপ্তাই পরিচালক ও সাবেক ইউপি সদস্য পারুল আক্তার। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আমিনী, ইউপি সদস্য আলহাজ্ব মোঃ আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ, ইকবাল হোসেন জুয়েল, জাকির হোসেন, জাহাঙ্গীর ও মাহাবুব। এসময় অত্র মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।