[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচরে মালবাহী ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

১,৩৮৫

তুফান চাকমা, নানিয়ারচর

রাঙ্গামাটির নানিয়ারচরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রী নিহত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজাছড়ি পুর্ব পাড়া এলাকায় (রাঙ্গামাটি- নানিয়ারচর) সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত কলেজ ছাত্রীর নাম নেন্সি চাকমা (১৮)। সে বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলীর ইউনিয়নের সি ব্লক গ্রামের জ্যোতিময় চাকমার মেয়ে। নেন্সি খাগড়াছড়ি মহিলা কলেজের এইচএসসি (২০-২১) ব্যাচের শিক্ষার্থী ছিলেন।।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নেন্সি চাকমা রাঙ্গামাটি থেকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তার আপন বড় ভাই দীপেন দেওয়ানের সাথে মোটরসাইকেল যোগে বাঘাইছড়ি যাচ্ছিলেন। ঘিলাছড়ির হাজাছড়ি এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা রাঙামাটি গামী পাথর ভর্তি ট্রাকের (ফেনী ট-১১-০৯৩১) সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নেন্সি চাকমা গুরুতর আহত হয়। ভাগ্যক্রমে তার ভাই বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় নেন্সি চাকমাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালে রাখা রয়েছে। লাশের ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। এদিকে দূর্ঘটনার পর থেকে ট্রাক ফেলে পালিয়ে যান চালক।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানিয়েছেন, ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। ইতিমধ্যে তদন্তে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।