থানচিতে গরীব অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে গরীব, দুঃস্থ, অসচ্ছল পরিবার ও অসহায়দের মাঝে মানবিক আর্থিক সহায়তা প্রদান করেছেন বলিপাড়া ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানচি বলিপাড়া বাজার প্রাঙ্গণে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন ব্যবস্থাপনায় গরীব অসহায়দের মাঝে নগদ টাকা, কম্বল, ঢেউটিন সহ বলিবাজারে সর্বসাধারণের জন্য ডাস্টবিন বিতরণ শেষে প্রধান অতিথি বক্তব্যে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোনের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম পিএসসি বলেন, দেশ ও দেশের জনসাধারণ মানুষের জীবন মান উন্নয়নে জন্য গরীব অসহায়দের পাশে বিজিবি’র সবসময়ই ছিলাম ভবিষ্যতেও থাকবো।
তিনি আরো বলেন, পার্বত্যঞ্চলের সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধসহ সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ‘সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর’ আওতায় কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, বলিপাড়া বাজার পরিচালনা কমিটি সভাপতি অংসিংম্যা মারমা প্রমুখ। এছাড়াও মেম্বার সজল কর্মকার’সহ হেডম্যান, কারবারি, বাজার কমিটিবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।