[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

জীবন বাচাঁতে সকলের নিকট মানবিক সহায়তার আবেদন সোহাগের

৫০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ০৬ নং ওয়ার্ড বাজারপাড়া এলাকায় বসবাস করেন মোহাম্মদ সোহাগ (৩৫) । গত ৩বছর যাবৎ তার দুটো কিডনিই বিকলাঙ্গ হওয়ায় দেশের সকল চিকিৎসা শেষ করে বর্তমানে ভারতের নয়াদিল্লীতে কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্যে হাসপাতালে ভর্তি আছেন। সপ্তাহে তাকে ৩বার করে মাসে ১২বার তাকে ডায়ালাইসিস করানো হয়। তিনি ব্যক্তিগত জীবনে কঠিন সংগ্রাম ও দরিদ্রতার মধ্য দিয়ে ছোটবেলা থেকেই গুইমারা বাজারে ফল ব্যবসার পাশাপাশি মাস্টার্স ও এলএলবি সম্পন্ন করেছেন। বৈবাহিক জীবনে তার ছোট দুইটা সন্তান রয়েছে।

গত ৩বছরে তার চিকিৎসা বাবদ প্রায় ২৫লক্ষ টাকা খরচ হয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয়। এদিকে বর্তমানে ভারতে কিডনির ডোনার ম্যানেজ করে আনুষাঙ্গিক খরচসহ প্রায় আরো ৩৫ লক্ষ টাকার প্রয়োজন, যা তার এবং তার পরিবারের পক্ষে অসম্ভব।

সোহাগের পরিবার থেকে জানানো হয়, তার বাচ্চাদের জন্যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক, তাই আপনাদের সামান্য কিছু অনুদানে হয়তো সে সুস্থ্য জীবনে ফিরে আসতে পারে। জীবন বাঁচাতে সকলকের নিকট মানবিক সহায়তার আবেদন করেছে সোহাগ।

অনুদান পাঠানোর ঠিকানাঃ মোঃ আলমগীর, রোগীর আপন ছোট ভাই, গুইমারা বাজার, মেইন রোড,যাত্রী ছাউনি, ০১৮৫৬৬০০২৮৯ (বিকাশ)। এছাড়া “মোঃ সোহাগ, সোনালি ব্যাংক লিঃ, গুইমারা শাখা, খাগড়াছড়ি জেলা সঞ্চয়ী হিসাব নাম্বার ৫৪২৪৭০১০০১৬৮৭ পাঠাতে পারেন।