মানিকছড়ির তিনটহরীতে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মত বিনিময় শেষ তিনটহরী ইউনিয়ন পরিষদ মাঠে গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেব কম্বল বিতরণ করেন নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে গরিব ও দুঃস্থদের মাঝে তিনি কম্বল বিতরন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।