মানিকছড়িতে মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসন
পাহাড়ে পর্যটনখাতকে ঘিরে অর্থনীতির পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান বলেছেন, পার্বত্যঞ্চল হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এ অঞ্চলের নান্দনিক সব দর্শনীয় স্থানকে ঘিরে দেশি-বিদেশী পর্যটকদের আগমনে সারা বছরই সরগরম থাকে। পাহাড়ের পর্যটনখাতকে ঘিরে অর্থনীতির পাশাপাশি এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মাট বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে নতুন জেলা প্রশাসকের মানিকছড়ি উপজেলায় আগমন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ উপজেলার শিক্ষা ও স্বাস্থ্যখাতে জনবল-সরঞ্জাম সংকট নিরসনের বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হবে। এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে প্রভাষক মোঃ মনির হোসেন’র সঞ্চালনায় মতবিনিময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিউল আলম চৌধুরী, তিনটহরী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান। এ সময় উপজেলার সকল জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা ও স্বাস্থ্যখাতে জনবল সংকট, সমস্যা ও উপজেলার বিভিন্ন সম্ভাবনায় দিক গুলো নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভাশেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, তিনটহরী ইউনিয়ন পরিদর্শন ও স্থানীয়দের মাঝে কম্বল বিতরন করেন এবং বড়ডলু কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে বিকেলে ডিসি পার্কের আশ্রয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। পরে ডিসি পার্ক পরিদর্শন করেন এবং পার্কের বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা করেন।