কাপ্তাই লেকে অবৈধ স্থাপনা নিষিদ্ধ করতে জুরাছড়িতে উচ্ছেদ অভিযান
॥ স্বৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥
মহামান্য সুপ্রিম কোর্ট এর হাইকোট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং- ১১৮৮৫/ ২০২২ এর বিগত ১৭ /১০/ ২০২২ খ্রিষ্টাব্দের নোটিশের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবস্থিত কাপ্তাই লেকে সকল প্রকার অবৈধ ভবন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম।
এসময় ইউএনও জীতেন্দ্র কুমার নাথ বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে নির্দেশনা অমান্য করে কেউ যদি কাপ্তাই লেকে অবৈধ স্থাপনা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান তিনি।