[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে এমাঙ কোচিং সেন্টারের উদ্বোধন

২৮৫

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলা সদরে এমাঙ কোচিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় দীঘিনালা রোড খাগড়াপুরস্থ জেলা হেডম্যান এসোসিয়েশন ভবন কার্যালয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক ও ফিটা কেটে এমাঙ কোচিং সেন্টারের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক (পিআরএল) দীনময় রোয়াজা।

অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিবিৎসু ত্রিপুরা সুকান্ত, আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এমাঙ কোচিং সেন্টারের পরিচালক বিলাস ত্রিপুরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলার বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীদের মান সম্পন্ন পাঠদান করাই এমাঙ কোচিং সেন্টারের মূল লক্ষ্য। যেখানে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যও কোচিং চালু করা হয়েছে। এতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মেধাবী ও অভিজ্ঞ শিক্ষার্থী দ্বারা নিয়মিত পরিচালিত হবে এমাঙ কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির পরিচালক পজয় ত্রিপুরা বলেন, কোচিং ব্যবসা নয়, মান সম্মত শিক্ষা প্রদান করায় আমাদের লক্ষ্য।