মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ব্যবসায়ী আটক
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকছড়ি উপজেলাধীন একসত্যাপাড়া এলাকা থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন (৩৫) নামের এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারী’র নেতৃত্বে¡ একটি টহল টিম ঐ এলাকায় অভিযান চালিয়ে তাকে ১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে রাত সাড়ে ১১টার দিকে গাঁজাসহ উক্ত ব্যবসায়ীকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই শংকর মজুমদার জানান, সেনা অভিযানে আটকের পর রাত সাড়ে ১১টার দিকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। রাতেই তার বিরুদ্ধে মামলা রুজ করে শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।