শিক্ষা সংস্কারের দীঘিনালায় ইসলামী ছাত্র আন্দোলনের দাবীতে মানববন্ধন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন দীঘিনালা থানা শাখার উদ্যোগে শিক্ষাক্রম সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬জানুয়ারী) সকাল ১১টায় মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানে ধারন করে ইসলামী ছাত্র আন্দোলন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংস্কার আন্দোলন দাবিতে উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইটের সামনে ইসলামী শাসনতন্ত্র দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ছিলেন, ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাকিল প্রমূখ। মানববন্ধনে জাতীয় পাঠ্যপস্তকে শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে, শিক্ষা সংস্কারসহ মানববন্ধনে ১০ দফা দাবি এবং পাঠ্য সুচীতে বিতর্কিত বিষয় গুলি দ্রুত অপসারণ করার দাবি জানান বক্তারা।