খাগড়াছড়ির আলাধন পাড়ায় য়ারুং যুব সমিতি গঠন, সরস্বতী পূজা উপলক্ষে পুরষ্কার বিতরণ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আলাধান পাড়ায় “য়ারুং যুব সমিতি” গঠন, শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টায় এলাকার সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক হিকোময় ত্রিপুরার সঞ্চালনায় আলাধন পাড়ার য়ারুং যুব সমিতি ও পূজা উদযাপন কমিটির আহবায়ক বিনয় ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের পেরাছড়া পূর্ব আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা মন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চায়না ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সদর উপজেলা শাখার ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক রন বিজয় ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ডেনি বিকাশ ত্রিপুরা, স্থানীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক রনী মোহন ত্রিপুরা, স্থানীয় কার্বারী চন্ডী কিশোর ত্রিপুরা প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন য়ারু যুব সমিতির সদস্য সচিব খপি রঞ্জন ত্রিপুরা।
অনুষ্ঠানে অতিথিরা, এলাকার সার্বিক উন্নতি ও সফলতা কামনা করে শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
এরপর পাড়ায় শান্তি শৃঙ্খলা, যুব সমাজ উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য “য়ারুং যুব সমিতি” নামে একটি কমিটির আত্মপ্রকাশ করে। এ কমিটি নামের ঘোষণা করেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কামিনী পাড়া যুব কলসাণ সমিতির নির্বাহী পরিচালক দহেন বিকাশ ত্রিপুরা। কমিটিতে বিনয় ত্রিপুরাকে সভাপতি, হিকোময় ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ২৫জন বিশিষ্ট কমিটি গঠন ও ৭জন বিশিষ্ট উপদেষ্টা কমিটি করা হয়।অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকার সূত্রে জানা যায়, বর্তমানে পাড়া থেকে উচ্চ শিক্ষার জন্য ভারতে ০১ (এক) জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ০৯জন, নার্সিংয়ে ০১জন, উচ্চ মাধ্যমিককে ১৪জন, এসএসসি পরীক্ষার্থী ০৭জন, দশম শ্রেণিতে ০৮জন এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে প্রায় শতাধিক শিক্ষার্থী রয়েছে বলে জানা যায়।