[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

১৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে কাপ্তাইয়ে বিএসপিআই জব ফেয়ার ও সেমিনার

১০২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই), কাপ্তাই এর আয়োজনে জব ফেয়ার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫জানুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ইনস্টিটিউট চত্বরে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়। এবারে প্রতিপাদ্য বিষয় ছিল “একটি চাকরি শুধু উপার্জন নয় আপনার সম্মান ও পরিচয়”।

দক্ষতা ২১- অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বৃদ্ধি প্রকল্পের জন্য নাগরিকদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এটা অনুষ্ঠিত হয়। কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর ইকবাল হায়দারের সঞ্চালনায় জব ফেয়ার ও সেমিনারে সভাপতিত্ব করেন, বিএসপিআই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন , কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের। প্রধান অতিথি ফিতা কেটে জব ফেয়ার-২০২৩ শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্ণিচার শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আজম, মেকানিক্যাল বিভাগীয় প্রধান মোহাম্মাদ ওমর ফারুক, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ডায়টিশিয়ান ডাঃ গং অননু ঝযবৎরিহ (আমেরিকান নাগরিক)। এছাড়াও রাঙ্গামাটি হেডম্যান সমিতির অ্যাসোসিয়েশন সহ-সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই সিএমসি’র সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, বিভিন্ন স্টলের প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন।

ইনস্টিটিউটের অধ্যক্ষ বলেন, জব ফেয়ার ও সেমিনার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো জব ফেয়ারে অত্র প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট এবং ঘঞঠছ এর আওতায় বিভিন্ন অকুপেশনে চাকুরী প্রত্যাশীগণ তাদের সিভি জমা দিয়ে চাকরি প্রত্যাশা করা। এবং পলিটেকনিক হতে বাহির হয়ে বেকারত্ব হয়ে না ঘোরা। জব ফেয়ার ও সেমিনারে দেশের ১৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানের স্টল বসানো হয় এবং অনেক প্রতিষ্ঠানে চাকরি দেয়ার আশ্বাস প্রদান করে। এসময় বিএসপিআই কাপ্তাইয়ে বিভাগীয় প্রধান, ইনস্ট্রাক্টর,কর্মকর্তা, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।