খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের শুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে টাউন হলে এসে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম’র সঞ্চালনায় জেলা যুবলীগের সাধারণত সম্পাদক কে. এম. ইসমাইল হোসেন সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রনবিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন দেসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা রনবিক্রম ত্রিপুরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে স্মৃতি চারণ করেন।