কাপ্তাই সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই সামাজিক সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি ও নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪জানুয়ারি) বিকাল ৩টায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা কিন্নরী হলরুমে বর্ষপূর্তি পালন,বিদায় সংবর্ধনা ও শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নুরু মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা সভাপতি সোহেল আরফাত। প্রধান অতিথি ছিলেন বিদায়ী নির্বাহী অফিসার ও (পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা সমাজ সেবাকর্মকর্তা নাজমুল হাসান,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত। বিদায়ী নির্বাহী অফিসার ও অতিথিগন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সমাজের সেবামূলক কাজগুলোর প্রশংসা করে। পরে কেক কেটে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।