রাঙ্গামাটিতে মাইজভান্ডারী যুব ফোরামের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) এর ১০ই মাঘ পবিত্র উরস শরীফ উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে মাইজভাণ্ডারী যুব ফোরম রাঙ্গামাটি জেলা শাখা।
রবিবার (২২ জানুয়ারী) সকালে গাউছুল আযম হযরত বাবা ভান্ডারী (কঃ) এর পৌত্র গাউছে জমান হযরত মওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী (কঃ) এর ছোট পুত্র অ্যাড. সৈয়দ মিফতাহুর নূর মাইজভান্ডারী (মঃ) এর পৃষ্ঠপোষকতা হযরত ওয়ায়েস ক্বরণী (রাঃ) সুন্নিয়া মাদ্রাসার হল রুমে ৩৬জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
জমিয়তে আশেকানে মাইজভান্ডারী রাঙ্গমাটি জেলা শাখার সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পনের সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ।
এসময় জমিয়তে আশেকানে মাইজভান্ডারী রাঙ্গমাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দিদার, যুব ফোরামের উপদেষ্টা মোঃ বেল্লাল, ওয়ায়েস ক্বরানী সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রাসেদুল ইসলাম রাসেদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা সেলিম আল কাদেরী, মাইজভান্ডারী যুব ফোরাম জেলা শাখার সভাপতি, মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনসার আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল, অর্থ সম্পাদক শাহ আলম বাদশা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।