[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধনচিকিৎসক-জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবাবান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দউন্নয়নের পূর্বশর্ত শান্তি, রাঙ্গামাটির রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসকবান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালাখাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহতবান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দা
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গার অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে উষ্ণতা ছড়ালেন “মানব ছায়া”

১২৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পাহাড়ে তীব্র শীতে জনজীবন যখন স্থবির ঠিক তখনই শীত মোকাবিলায় শীতার্ত প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্চাসেবী সংগঠন “মানব ছায়া”।

সোমবার (২৩জানুয়ারী) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার অসহায় দুঃস্থ প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মানব ছায়া সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জয়নাল। এ সময় অত্র এলাকার প্রায় দুই শতাধিক অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক এড.আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আবু রাসেল সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানব ছায়া সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল বলেন, মানব ছায়া পাহাড়ে একটি স্বেচ্চাসেবীমূলক সংগঠন। সংগঠনটি সব সময় সমাজের পিছিয়ে সকল অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। বিগত করোনা মহামারী চলা কালীন মানব ছায়া সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করছি সমাজের অসহায় মানুষকে শীতের তীব্রতা থেকে সামান্য উষ্ণতা ছড়াতে। এই মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন আগামীতেও আমাদের মানবিক সংগঠন মানব ছায়া পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে। অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে “মানব ছায়া”।