মাটিরাঙ্গার অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে উষ্ণতা ছড়ালেন “মানব ছায়া”
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পাহাড়ে তীব্র শীতে জনজীবন যখন স্থবির ঠিক তখনই শীত মোকাবিলায় শীতার্ত প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্চাসেবী সংগঠন “মানব ছায়া”।
সোমবার (২৩জানুয়ারী) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার অসহায় দুঃস্থ প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মানব ছায়া সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জয়নাল। এ সময় অত্র এলাকার প্রায় দুই শতাধিক অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক এড.আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আবু রাসেল সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানব ছায়া সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল বলেন, মানব ছায়া পাহাড়ে একটি স্বেচ্চাসেবীমূলক সংগঠন। সংগঠনটি সব সময় সমাজের পিছিয়ে সকল অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। বিগত করোনা মহামারী চলা কালীন মানব ছায়া সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করছি সমাজের অসহায় মানুষকে শীতের তীব্রতা থেকে সামান্য উষ্ণতা ছড়াতে। এই মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন আগামীতেও আমাদের মানবিক সংগঠন মানব ছায়া পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে। অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে “মানব ছায়া”।