[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলাম
[/vc_column_text][/vc_column][/vc_row]

দুইশ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন’র উপহার সামগ্রী

১০৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের আওতাধীন প্রান্তিক জনগোষ্ঠীর দুইশ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন’র উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ লে. মুশফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন’র আয়োজেন উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪ আর্টিলারি ব্রিগেট গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন। এ সময় গুইমারা রিজিয়নের দায়িত্বরত অন্যান্য অফিসারসহ বিদ্যানন্দ ফাউন্ডেশন’র মেডিকেল কো-অর্ডিনেটর ডা. মোঃ আতিকুর রহমান ও সার্ভিস ম্যানেজার মোঃ আকরাম হামিদ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, লবণ ও আটা।

এ সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের সাথে আমরা সব সময় পাশে থাকব এবং যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করে যাব। আজকেও প্রায় দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর পাশাপাশি আরো কিছু সম্প্রীতিমূলক কার্যক্রম চালু থাকবে। আমরা চেষ্টা করব যাদের সহযোগিতা প্রয়োজন তাদের মাঝে আমাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে।

বিদ্যানন্দ ফাউন্ডেশন’র মেডিকেল কো-অর্ডিনেটর ডা. মোঃ আতিকুর রহমান জানান, আমাদের একটি বাছাই টিম গুইমারা রিজিয়নের আওতাধীন অসহায় হতদরিদ্র পরিবার গুলোকে প্রান্তিক পর্যায় থেকে যাচাই-বাছাই করে তালিকার অন্তর্ভূক্ত করে থাকে। নির্বাচিত পরিবার গুলোর মাঝে আমাদের এ উপহার সামগ্রী বিতরণ করে থাকি। এখন থেকে প্রতি মাসেই আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশন’র ভিবিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।