কাপ্তাইয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করর্ণীয় শীর্ষক ইমাম সম্মেলন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করর্ণীয় শীর্ষক ইমাম সম্মেলন হয়েছে। সোমবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা ইসলামিক মিশন কার্যালয়ে ইমাম প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী। উদ্বোধক ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানা ওসি তদন্ত নুরে আলম। বক্তব্য রাখেন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন সুপার ভাইজার মোঃ নুরু নবী, মাষ্টার ট্রেইনার বখতিয়ার হোসেন, কাপ্তাই মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা সোলাইমান, হাফেজ জালাল উদ্দিন, মাওলানা আব্দুল ছালাম, মাওলানা মোশাররফ ও মাওলানা আব্দুল কুদ্দুছসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি ও বক্তরা বলেন, সমাজ হতে জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে ইমামদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। এলাকার বিপদগামিদের সৎ ও ন্যায়ের পথে আনতে ইমামদের আরো জোরালো ভূমিকা রাখার আহবান জানান বক্তারা ।