[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক প্রতুল চাকমা আর নেই

২৩২

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতুল চাকমা আর নেই। রবিবার (২২ জানুয়ারী) দুপুর ১ টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে তিনি মৃত্যুবরণ করেছেন বলে তার আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টার দিকে তিনি স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে স্ট্রোক করলে তাকে প্রথমে মহালছড়ি সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খাগড়াছড়ি অথবা চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তার আত্মীয় স্বজনরা চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি তার স্ত্রী ও নাবালক দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

পরিবারের সূত্রে আরো জানান, চাকরীর সুবাদে মহালছড়ির বাবুপাড়াতে বসবাস করলেও প্রতুল চাকমার মরদেহটি গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়িতে নিয়ে আগামিকাল সোমবার দাহকার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন।