তবলছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের নতুন নেতৃত্বে যুগল ও প্রিয়ময়
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, তবলছড়ি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০জানুয়ারি) সকালে ‘‘মানসম্মত শিক্ষা গ্রহণ, প্রযুক্তিতে দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর’’ প্রতিপাদ্যে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের তৈলাইফাং এলাকায় নবনির্মিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের তবলছড়ি শাখার সভাপতি রিপন ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের বড়নাল ও আমতলি উপ-আঞ্চলিক শাখার সভাপতি ও তবলছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোবিলাস ত্রিপুরা (রতন)। গেস্ট অব অনার হিসেবে জাতিসংঘ খাদ্য উন্নয়ন কর্মসূচির জেলা কর্মকর্তা ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ধন রঞ্জন ত্রিপুরা এবং উদ্বোধক হিসেবে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জুলাল ত্রিপুরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি প্রীতিময় ত্রিপুরা, টিএসএফ’র তবলছড়ি শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি নজর কান্তি ত্রিপুরা, বাত্রিকস’র বড়নাল আমতলী উপ-আঞ্চলিক শাখার সহ-সভাপতি ও আমতলি ইউপির সদস্য টিবু রঞ্জন ত্রিপুরা, বড়বিল পাড়ার কার্বারী মিলন ত্রিপুরা, বাত্রিকস’র বড়নাল ও আমতলি উপ-আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় বিকাশ ত্রিপুরা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি ত্রিপুরা সমাজের জন্য ত্রিপুরা ছাত্র ও যুব সমাজকে কাজ করতে হবে। সামাজিক সংগঠনে পদ পদবি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আগামীতে যেকোন জাতির উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণমূলক সহযোগিতার আশ্বাস দিয়ে নতুন নেতৃত্বদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে জাতির কল্যাণে বিভিন্ন সৃজনশীল কাজ করার আহবান জানান।
অতিথিরা আরো বলেন, সংগঠনে একে অপরের যোগাযোগের দক্ষতাও বাড়াতে হবে। ছাত্র ও যুব সমাজ হচ্ছে জাতির মূল চালিকাশক্তি। তারা চাইলে অনেক কিছু পারে। পারে না এমন কোন কাজ নেই। ইচ্ছা শক্তি থাকলে ছাত্র সমাজের পক্ষে সবই সম্ভব। এরজন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা। মান সম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারের প্রতিও গুরুত্ব দিতে। তৃনমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সক্রিয় করতে বিভিন্ন রাষ্ট্রীয় উন্নয়নমূলক কার্যক্রম উদ্যোগ নেওয়ার আহবান জানান।
প্রথম অধিবেশনে সংগঠনের তবলছড়ি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক চেনধন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক প্রিয়ময় ত্রিপুরা। সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন সাংগঠনিক সম্পাদক যুগল বাশি ত্রিপুরা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য দহেন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের বড়নাল আমতলি উপ-আঞ্চলিক শাখার অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মতিন্দ্র ত্রিপুরা, টিএসএফ’র মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডলি ত্রিপুরা, পানছড়ি উপজেলা শাখার সভাপতি তমল বিকাশ ত্রিপুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের বড়নাল ও আমতলি উপ-আঞ্চলিক শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ধনজয় ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তীর্থ রঞ্জন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিমল ত্রিপুরা, তবলছড়ি শাখার সাবেক সাধারণ সম্পাদক মূরত্ব মোহন ত্রিপুরা, মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি অনিতা ত্রিপুরা, তৈকাথাং ও দলদলী ত্রিপুরা সোসাইটির সাবেক সভাপতি সুজন ত্রিপুরা সহ টিএসএফ’র তবলছড়ি শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খী।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৩- ২০২৪ কার্যমেয়াদে যুগল বাশি ত্রিপুরাকে সভাপতি, সুস্মিতা ত্রিপুরাকে সহ-সভাপতি, প্রিয়ময় ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও খাপাং বিকাশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭জন বিশিষ্ট তবলছড়ি শাখার নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য দহেন বিকাশ ত্রিপুরা । নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা। পরে স্থানীয় এলাকার ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।