রাঙ্গামাটি জেলা বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক দীপংকর তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য রাঙ্গামাটির সকল সম্প্রদায়ের অভিভাবক দীপংকর তালুকদার (এমপি) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত রাঙ্গামাটি জেলার বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্ধরা।
শনিবার (২১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি, প্রো-ভিসি প্রফেসর ড. কাঞ্চন চাকমা ও সাধারন সম্পাদক অ্যাড. তোষন চাকমার নেতৃত্বে রাঙ্গামাটিতে তাঁর বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় সহযোগী অধ্যাপক (রাবিপ্রবি) ড. নিখিল চাকমা, সহযোগী অধ্যাপক (চবি) আনন্দ বিকাশ চাকমা, অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, অ্যাড. শিশু মনি চাকমা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় এমপি বঙ্গবন্ধু পরিষদের শুভ কামনা জানান। এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে কাজ করার নির্দেশনা দেন।