[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ

১৪৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকছড়ি বাজার এলাকার ‘রমিজ সমিল’ থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা প্রায় ৩শ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধা সাড়ে ৬টার দিকে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারী’র নেতৃত্বে একটি টহল টিম মানিকছড়ি বাজার এলাকার ‘রমিজ সমিল’ এ গিয়ে বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা অবৈধ কাঠের সন্ধান পায়। পরে সেখানে অভিযান চালিয়ে সেগুন ও গামারী কাঠের প্রায় ৩শ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে। পরে রাত ১টার দিকে উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরীর নিকট তা হস্থান্ত করেন মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারী। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দের পর রাত ১টার দিকে তা হস্তান্তর করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকার মতো হবে।