বরকলে পাঁচ মাসেও শূন্য পদে উপ-নির্বাচনের খবর নেই
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় ২নং বরকল ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সদস্যর পদটি পাঁচ মাস ধরে শূন্য হয়ে পড়ে আছে। অথচ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী ৯০ দিনের মধ্যে অবশিষ্ট সময়ের জন্য শূন্য পদে নির্বাচন অনুষ্ঠান করার কথা উল্লেখ থাকলেও এখনও ঐ পদটিতে উপ-নির্বাচনের কোনো খবর নেই বলে উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছন।
জানা যায়, উপজেলার ২নং বরকল ইউনিয়নে ৩নম্বর ওয়ার্ডে সদস্য পদে দায়িত্ব পালন করেছিলেন শান্তি প্রিয় চাকমা। তিনি গত ১১ নভেম্বর ২০২১ ইং তারিখ নির্বাচনে জয়লাভ করেন। পরে ৪ আগস্ট অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপরে বরকল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সূত্রে জানায়, গত বছর ৪ আগস্ট বরকল ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডপর সদস্য শান্তি প্রিয় চাকমা অসুস্থজনিত কারণে মারা যান। এরপর থেকে সদস্যপদ শূন্য হয়ে যায়। তবে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস গত ২০ ডিসেম্বর ২০২২ খ্রিঃ বরকল ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদটি লিখিতভাবে শূন্য ঘোষণা করেন। কিন্তু কি কারণে উক্ত সদস্য পদে উপ-নির্বাচন হচ্ছে না এব্যাপারে সঠিক কিছু বলতে পারছেন না বরকল উপজেলা নির্বাচন অফিস।
অপরদিকে,এ বিষয়টি নিয়ে গত ১২ আগস্ট ২০২২ খ্রিঃ বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর দায়িত্বকালীন সময়ে জেলা প্রশাসক বরাবর সাধারণ সদস্য পদটি শূন্য হয়েছে বলে অবগত করেছেন। পরবর্তীতে ১৫ ডিসেম্বর ২০২২ খ্রিঃ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৫ নং অনুচ্ছেদের (২) এর উপধারা মোতাবেক অর্পিত ক্ষমতাবলে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমা বিনতে আমিন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পুনঃরায় বরকল ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সদস্য পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।