রাঙ্গামাটিতে পেশাদার চোর গ্রেফতার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে মোঃ কামাল হোসেন (টুকুন) (৩৫) নামে এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে কোতয়ালী থানার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের তবলছড়ির এডিসি কলোনীতে অভিযান চালিয়ে পুলিশ মোঃ কামাল হোসেন (টুকুন) গ্রেফতার আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে পাঁচটি চোরাইকৃত মোবাইল,একটি ট্যাব, স্বর্ণের কানের দোল এবং প্রায় নগদ চার হাজার টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত চোর নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার বাসিন্দা মোঃ মফিজ উল্যার ছেলে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে নোয়াখালী জেলায় অস্ত্র,মাদক এবং চোরাকারবারি সহ মোট ১১টি মামলা রয়েছে এবং সে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।