দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পূনর্মিলনী
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় ২৫বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পূনমিলনী উৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রজতজয়ন্তী ও পুনমিলনী উৎসব ২০২৩ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী পূর্নবাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নিদিষ্টকরণ এবং পূর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল , এমপি।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাধন মনি চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাবেক প্রধান শিক্ষক সাধন কুমার চাকমা, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমা, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠা আনন্দ মোহন চাকমা, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরন চাকমা।
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনা ছিল নিপিড়ীত নির্যাতিত জনগোষ্ঠীর মানুষের শিক্ষা দীক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু স্বপ্ন আজ বাস্তবায়ন করছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা ছাড়া জাতী উন্নত হতে পারবেনা। বিশে^র দরবারে শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিতি করতে হলে শিক্ষার বিকল্প নাই। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, দীঘিনালায় যেসব জায়গায় স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে আওয়ামী লীগের সরকারের আমলেই। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে দেশ দুরভার গতিতে এগিয়ে যাবে।
এর আগে বর্তমান ও প্রাক্তন নিয়ে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।