দীঘিনালায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালিত
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দীঘিনালা উপজেলা বিএনপি‘র আয়োজনে উপজেলা বিএনপি‘র দলীয় কার্যালয়ে দিনের প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ এর মধ্যে দিয়ে জন্মবার্ষিকী পালন করে দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুর রহিম মামুন, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন প্রমূখ।