[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদল
[/vc_column_text][/vc_column][/vc_row]

আত্মমানবতার সেবায় দীঘিনালা জোন: ৬জনকে আর্থিক অনুদান প্রদান

১৭৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

আত্মামানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি দীঘিনালা জোনের দি বেবী টাইগার ৪বেঙ্গল এর পক্ষ থেকে ৬জন অসহায় ব্যাক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় দীঘিনালা জোন সদরে ৬জনের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ রুমন পারভেজ, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, পিএসসি, ক্যাপ্টেন মোঃ মুস্তাফিজুর রহমান ও ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব প্রমূখ।

আর্থিক সহায়তা বিতরণকালে জোন কমান্ডার লেঃ কর্নেল রুমন পারভেজ, পিএসসি বলেন, দীঘিনালা জোনের পক্ষ থেকে এলাকার সকল সম্প্রদায়ের মাঝে শিক্ষা, চিকিৎসা, পারিবারিক অসচ্ছলতা নিরসনে ও দারিদ্র্য বিমোচনে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

মেরুং ইউনিয়ন এর কালাচাঁদ মহাজনপাড়া এলাকার প্রিয়া দেওয়ান (২০) এর মা তোতো বালা চাকমা বলেন, প্রিয়ার বাবা ৭ বছর আগে লিভার ক্যান্সার ও যক্ষা হয়ে বিনা চিকিৎসায় মারা যায়। আমার মেয়ে এবার ইন্টার পাশ করেছে। অনেক দিন হলো কিডনি পাথর ধরা পড়ছে টাকা অভাবে চিকিৎসা করাতে পারছিনা। জোনে আমার মেয়ের কিডনি পাথর অপারেশন জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। দীঘিনালা ইউনিয়নের আয়রন চাকমার ছেলের প্যারালাইজড রোগের চিকিৎসা, মেরুং ইউনিয়ন এর তোতা বালা চাকমা মেয়ের কিডনি পাথর অপারেশন, আব্দুল বারেককে পারিবারিক ব্যয়ভার বহনে জন্য, শেফালি বেগম এর ছেলের থ্যালাসেমিয়া রোগের, ফরুক হাওলাদারকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘর মেরামত ও মোঃ রফিকুল ইসলামকে পারিবারিক ব্যায়ভার বহনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।