[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেখানে কাজ করবো: এনএইচআরসি চেয়ারম্যান

১৪৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, আজকে যেসব অভিযোগ, সমস্যার কথা শুনেছি সব নোট করেছি। যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেখানে কাজ করবো। অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। এ জন্য কাজ করতে হবে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি সাংস্কৃতিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রামে অনেক উন্নয়ন হয়েছে, এটা ভাল জায়গা। সরকার এখানে শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করতে কাজ করছে। কমিশন গঠন হওয়ার পর আমরা পার্বত্য চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে পুরো টিম এখানে ছুটে এসেছি এই এলাকার মানুষের কথা শুনবো বলে। দেশের অন্য কোথাও আমাদের পুরো টিম যায় না। এখানে এসে যত অভিযোগ, যত সমস্যার কথা শুনেছি, সবকিছু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবো এবং প্রতিকারের জন্য কাজ করা হবে। চেয়ারম্যান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় পার্বত্য চট্টগ্রামকে আলাদা গুরুত্ব দিয়ে থাকে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামে আজকের এই উন্নয়ন সব তার অবদান।

এদিকে গণশুনীতে অংশ নেওয়া বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, পাহাড়ের মানুষ ভাল নেই। এখানে ব্যবসা, চাকরী, এমনকি সরকারি উন্নয়নমূলক কাজ করতে গেলেও চাঁদা দিতে হয়। এখানে হত্যা, খুন, গুমের ঘটনা ঘটে। এখানে ভূমি জটিলতা রয়েছে। তাই এখানে সকল অরাজকতা বন্ধে অবিলম্বে সেনাক্যাম্প পূণ:স্থাপনের দাবি জানান। এছাড়াও পাহাড়ে বসবাসরত একটি গোষ্ঠি চাকরী, কলেজ, বিশ^বিদ্যালয়ের সকল সুবিধা ভোগ করলেও বাঙালী জনগোষ্ঠি সরকারি সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা নিরসনের দাবি জানান তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মোঃ আমিনুল ইসলাম, কাওসার আহমেদ, নারায়ণ চন্দ্র সরকার, মোঃ সেলিম রেজা, কংজরী চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ শুনানীতে অংশ নিয়েছেন।