জুরাছড়িতে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি সুসংগঠিত সংগঠন তাই ছাত্র সমাজকে সাথে নিয়ে শিক্ষার উন্নয়নের লক্ষ্যে ছাত্রলীগ সবসময় কাজ করে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার জেলা পরিষদ বিশ্রামাগারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল নেতাকর্মী ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বিগত সময়ে বহুজন এমপির দায়িত্ব পালন করে গিয়েও কোন উন্নয়ন করতে পারেননি কিন্তু বর্তমান সংসদ সদস্য জননেতা দীপংকর তালুকদার এমপি রাঙ্গামাটি জেলাকে দৃশ্যমান উন্নয়ন করে যাচ্ছে, তাই আগামীতে ও নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন, জুরাছড়ি উপজেলায় জনগণের বিএনপির প্রতি কোন আস্থা নেই, বিএনপির সাথে মোকাবিলা করার জন্য জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগের যথেষ্ট শক্তি রয়েছে বলে জানান তিনি।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়। উপজেলা ছাত্রলীগ ভাঃ সভাপতি মোহর চাকমা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা (বাচ্চু)’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন জসীম। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেতন চাকমা, সম্প্রতি আওয়ামীলীগে যোগদান কৃত বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা সহ ইউনিয়ন আওয়ামীলীগ, এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামীলীগে নব্য যোগদান কৃত ২নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা আওয়ামীলীগ সংগঠনে যোগদান করতে পেরে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি সহ জেলা এবং উপজেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভাশেষে চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।