খাগড়াছড়িতে কৃষি ঋণ মেলা: উদ্যোক্তাদের অর্ধকোটি টাকার চেক বিতরণ
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের খাগড়াছড়ির সকল শাখাগুলো অংশ নেন। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা সদর পৌরটাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
আয়োজিত মেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের খাগড়াছড়ি শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ লিয়াকত উল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মোঃ নাইমুল হক (পিপিএম), পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কিশোর কুমার মজুমদার, সোনালী ব্যাংকের খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক এজিএম সমর কান্তি ত্রিপুরা প্রমুখ।
কৃষকদের যেন সহজ শর্তে কৃষি ঋণ দেয়া হয় আর সেই ঋণ যেন কৃষকেরা সঠিক ভাবে ব্যবহার করেন সেই বিষয়ে উপর গুরুত্বারোপ করেন বক্তারা। কৃষি ব্যাংক থেকে ২৭লক্ষ, সোনালী ব্যাংক থেকে ৩লক্ষ ১৫হাজার, ট্রাস্ট ব্যাংক থেকে ৭লক্ষ টাকা, ইসলামী ব্যাংক থেকে ৪লক্ষ ১০হাজার, পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ৯ লক্ষ ৫ হাজার টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।
মেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, উত্তরা ব্যাংক সহ মোট ১২টি ব্যাংক অংশগ্রহণ করে।