দীঘিনালায় ১০দফা দাবীতে বিএনপি‘র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছছি দীঘিনালায় ১০দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমনোর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা বিএনপি‘র আয়োজনে কেন্দ্র ঘোষিত ১০দফা দাবি, ২৭দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে দীঘিনালা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘র সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি‘র সভাপতি শফিকুল ইসলাম শফিক। দীঘিনালা উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বক্তব্যে রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ- কোষাধ্যক্ষ জহির আহাম্মেদ প্রমূখ।
সমাবেশে বক্তরা বলেন, কেন্দ্র ঘোষিত ১০দফা দাবী বাস্তবায়ন, ২৭দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ও বিদ্যুতের দাম কমানোর দাবি করেন।