মাইনী ফাউন্ডেশনের উদ্যোগে পাহাড়ের চার গুণীজনকে সংবর্ধনা প্রদান
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
রাজনীতি ও সমাজ উন্নয়নে পার্বত্যা অঞ্চলে বিশেষ অবদানের জন্য খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরাকে গুণীজন সংবর্ধনা দিয়েছে মাইনী ফাউন্ডেশন।
এসময় আরো ০৩ (তিন) গুণীজনকে সংবর্ধনা দিয়েছে মাইনী ফাউন্ডেশন। তাঁরা হলেন বাংলাদেশের সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু ও সমাজসেবায় অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত, ধর্ম ও সমাজ সংস্কারে বিশেষ অবদানের জন্য মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথেরো, রাজনীতি ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কল্প রঞ্জন চাকমা (মরনোত্তর), সাবেক সাংসদ ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র সাবেক চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।
শনিবার (১৪ জানুয়ারি ২০২৩খ্রি.) বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দেন খাগড়াছড়ি জেলার বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে মাইনী ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উপস্থিত গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেন। এসময় সাবেক পার্বত্য মন্ত্রী কল্প রঞ্জন চাকমার পরিবারের হাতে মরনোত্তর সম্মাননা স্মারক ও মানপত্র দেওয়া হয়। এছাড়াও এতে মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির এর পক্ষে সম্মাননা স্মারক ও মানপত্র গ্রহণ করেন শ্রীমৎ ড. জ্ঞান রত্ন মহাথের।
মাইনী ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নব কমল চাকমার সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।, সাবেক সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স কমিটির সাবেক চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক শ্রীমৎ ড. জ্ঞান রত্ন মহাথের ও দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, মাইনী ফাউন্ডেশনের ভাইস চেয়ারপার্সন তরুন কান্তি চাকমা, সাধারণ সম্পাদক অরুন কান্তি চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, সমাজ কর্মী ধীমান খীসা, হেসি চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের সর্বস্তরের গুণীজনকে এভাবে সম্মান জানানোর সংস্কৃতি গড়ে তোলার আহবান জানান