পানছড়িতে অবৈধ ভারতীয় মালামালসহ আটক-৬
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে আনা ভারতীয় মদ কসমেটিক ও মোটর সাইকেলসহ ৬জনকে আটক করেছে ৩ বিজিবি লোগাং জোন। রবিবার (১৫ জানুয়ারি) সকালে ৩ বিজিবি লোগাং জোনের আওতায় লোগাং বিওপি চেক পোস্টে এসব মালামাল আটক করা হয়।
থানা সুত্রে জানা যায় আটককৃতরা খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বড়াদাম গ্রামের সুদত্ত চাকমা (৩৯), সদর উপজেলার রড় পাড়ার বরেন ত্রিপুরা (২২), ছোট পাড়ার জুহেল ত্রিপুরা (২০), মহালছড়ি উপজেলার নুনছড়ির তুফান ত্রিপুরা (২২), খাগড়াছড়ি পৌরসভার পানখাইয়া পাড়ার উমাচিং মারমা (৩৫) , ম্রাসা থোয়াই মারমা (৩২)।
৩ বিজিবি-র হাবিলদার মোঃ মাহাবুবুর রহমান জানান, আমদানী শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক পণ্য ও অবৈধ মাদকদব্য বাংলাদেশে বিক্রির জন্য আনায় তাদের আটক করি। আটককৃত মালামালসহ তাদের পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামাল ও আসামী ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে মামলার মাধ্যমে বিচারিক আদালতে পাঠানো হবে।