পানছড়িতে অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গনে শীতকালীন ফুটবল ম্যাচের উদ্বোধন
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
“এসো সবাই মাদক ছাড়ি খেলা নিয়ে মাঠে চলি ” শ্লোগানে অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে শীতকালীন ফুটবল ম্যাচ শুরু হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন পরিষদের আয়োজনে বাবুড়াপাড়া অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে ১৯টি দলের অংশগ্রহনে খেলার উদ্বোধন করেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ।
উদ্বোধনী ম্যাচে বাবুড়া পাড়া পহর পুদোক একাদশ ৪ গোল বনাম মাচ্ছাছড়া একাদশ ২গোল করে। এতে উপজেলা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন,এসময় ক্যাপ্রুচাই মারমা,কাউছার আহম্মেদ,শুভাশীষ চাকমা সহযোগীতা করে।
খেলা পরিচালনা কমিটির সভাপতি জয় কুমার চাকমা (চেয়ারম্যান লোগাং ইউপি) জানান, ধারাবাহিক ভাবে ৩ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত ১ম রাউন্ডের তিন ম্যাচ করে পাইলট ফার্ম বন্ধু একাদশ, টিম লোগাং, উত্তর হারুবিল, কানুনগো পাড়া, সংজোয়ার নবোদয় একাদশ, পুজগাং আলীচরন পাড়া, পানছড়ি ফুটবল একাডেমি, স্বপ্ন সিড়ি পুজগাং, তারাবন হেরুঙ্গা ক্লাব,পুরাতন শনখলা পাড়া,দুধুকছড়া ক্রীড়া সংঘ ও পাঠাগার, সবুজ ক্লাব, যুব নাশ্ব পাড়া একাদশ, বড় কলক সদক ক্লাব, পানছড়ি অটো রিক্সা মালিক সমিতি, ছোট তারাবন একাদশ অংশ গ্রহন করবে।
খেলা উপভোগ করতে অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গনের মাঠের ভুমি দাতা হিমাংশু চাকমা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, সাবেক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, কালা চাঁদ চাকমা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ দেড় হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন।