মানিকছড়িতে ইউপিডিএফ’র বিক্ষোভ
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামে ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। শনিবার (১৪ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতলা এলাকায় উক্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ইউপিডিএফ সংগঠক বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য অংসালা মারমা, মানিকছড়ি থানা শাখার সভাপতি অংক্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা শাখার আহ্বায়ক আনু মারমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে থেকে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে আগামীকাল রবিবার (১৫ জানুয়ারি) ঘোষিত খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি আগামী ১৬-১৯ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা পার্বত্য চট্টগ্রাম সফর শেষে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে এর যথাযথ বিচারের উদ্যোগ নেয়ার আশাবাদও ব্যক্ত করেন তারা।