[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ মেয়াদোত্তীর্ণ চেক বিতরণ ও কর্মী সমাবেশ

৫০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ (ইসলামি তাকাফুল বীমা) শাখার মেয়াদোত্তীর্ণ চেক বিতরণ। শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় কাপ্তাই নতুনবাজার শাখায় চেক বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।

এতে সভাপতিত্ব করে পপুলার লাইফ ইন্সুরেন্স কাপ্তাই শাখা ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড সিনিয়র ডিএমডি মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ ইসলামি তাকাফুল বীমার প্রকল্প পরিচালক অরুন চন্দ্র নাথ, জেনারেল ম্যানেজার ও চট্রগ্রাম সার্ভিস সেল ইনচার্জ মোঃ বেলাল উদ্দিন ।

বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ও এজিএম মোঃ কবির হোসেন,এজিএম তোফাজ্জল হোসেন, রুনি আক্তার,আবু ইউসুফ, উসেচিং মারমা। পরে ১২জন গ্রাহকদের মেয়াদোত্তীর্ণ ১২লাখ ৪৫০টাকা চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন মাঠ পর্যায়ে তামাদি কালেকশন,কর্মীবৃদ্বি ও গ্রাহক সংখ্যা বৃদ্বি করার পরামর্শ দেওয়া হয়।