পাহাড়ে যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটির নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুবাইয়াত হোসাইন (পিএসসি) বলেছেন, পাহাড়ে যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। শুক্রবার আনুমানিক ভোর ৫টায় রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার টিএনটি বাজারের পাশে লালন বিকাশ চাকমার কাঠের স’মিলে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি স্থানীয়দের একথা বলেন।
তিনি আরো বলেন, রাঙ্গামাটি সদরে থাকা ফায়ার সার্ভিস টিম দূর্গম নানিয়ারচরে আসতে সময় লেগেছে। আগুন লাগার খবর পেয়েই তৎক্ষণাৎ সেনাবাহিনী ঘটনাস্থলে এসেই আগুন নেভানোর কাজে সহযোগিতা করে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকে জনগণের সেবা করেছে। দুর্যোগপূর্ণ মুহূর্তেও মানুষ সব সময় বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পাবে। তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে স’মিল টিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসে। আগুন নিভাতে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ধারণা বিদ্যুৎ সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
সমিলের মালিক লালন বিকাশ চাকমার সাথে কথা বলে জানা যায়, এ ঘটনায় তার আনুমানিক ৮-১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।