বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে
খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এসময় জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম মোসলেম উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনামিকা খীসা প্রমুখ।