রাঙ্গামাটিতে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে,রাঙ্গামাটি জেলা পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে রাঙ্গামাটি কোতয়ালী প্রাঙ্গণে প্রায় ৩শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এতেই খুশিতে আত্মহারা অসহায় ও দুস্থ পরিবারগুলো।
শীতবস্ত্র পেয়ে তবলছড়ি বাসিন্দা সেলিম ও কামরুন্নাহার জানান, রাঙ্গামাটিতে বেশ কয়েকদিন ধরে শীতের তীব্র বেড়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ থেকে শীত নিবারণের জন্য শীতবস্ত্র পেয়ে তাঁরা বেশ খুশি।
এসময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, মোঃ জাহেদুল ইসলাম, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আমিন প্রমূখ।