খাগড়াছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে সেনাবাহিনী সদর জোনের উদ্যোগে বুধবার (১১জানুয়ারি) সকালে দায়িত্ব পূর্ণ এলাকায় শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন।
এসময় কম্বল পেয়ে উপকৃত স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করেন। ভবিষ্যতেও এমন মহৎ উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানায়।
শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ে অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা প্রদান এবং যেকোন বিপদে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি, সম্প্রীতি এবং নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে অত্র জোনের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এ ধরণের অনুদান মূলক কর্মসূচী জোন কর্তৃক ভবিষ্যতে অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর তালুকদার রাব্বী আহমেদ, কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শামীম রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।