কাপ্তাইয়ে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা শীতকালীন জাতীয় ক্রীড়া শুরু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করে নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটস সম্পাদক মাহাবুব হাসান বাবুসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
এতে এ্যাথলেটিক্স, ভলিভল, ব্যাটমিন্টন, ক্রিকেট, টেবিল টেনিস বিষয়ে উপজেলার ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
উদ্বোধনী ক্রিকেট খেলায় প্রথম ম্যাচে অংশ নিয়েছে কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় বনাম চিৎমরম উচ্চ বিদ্যালয়। এতে চিৎমরম উচ্চ বিদ্যালয় ৫ উইকেটে জয় লাভ করেছে।