আলীকদমে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
সারাদেশ ব্যাপী বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস,ভাংচুর দেশ বিরোধী অপপ্রচার নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বান্দরবানের আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীকদম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে আলীকদম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়া,যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি,বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য এনুচা মার্মা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রো,উপজেলা আওয়ামী লীগে সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মা, উপজেলা সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দীন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,সারাদেশ দেশব্যাপী বিএনপি জামায়াত জোট এর দেশ বিরোধী আগুন সন্ত্রাস,ভাংচুর,অপপ্রচার নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বিশৃংঙ্খলা সৃষ্টির তীব্র প্রতিবাদ জানান এবং দেশে বিএনপিকে কোন বিশৃংঙ্খলা তৈরি না করতে আহবান জানান।
বক্তারা আরও বলেন,বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপি আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে আতংকিত আর তাই দেশে বিভিন্ন ভাবে বিশৃংঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে কাজ করছে। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে আর দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সময় দেশব্যাপী বিএনপি জামায়াত জোট শুধুই সর্বত্র সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃংঙ্খলা সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করছে। সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে অংশ নেয়ার পাশাপাশি বিএনপি জামায়াত জোট এর সকল অপশক্তি রুখে দেওয়ার আহবান জানান।