[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

৪২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে আসামবস্তিস্থ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১০৪নং ঝগড়াবিল মৌজার হেডম্যান ও বিদ্যালয়ের উপদেষ্টা সুরঞ্জন দেওয়ান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের উপদেষ্টা নির্মল চক্রবর্তী। ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাসিনা বেগম।

এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির), সাধারণ সম্পাদক সাগর আলী (বধির), বিদ্যালয়ের সহকারি শিক্ষক টিনা চৌধুরী (বধির), সুমতি চাকমা ও প্রশাসনিক কর্মকর্তা দুলাল দাশ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জন দেওয়ান উপস্থিত অভিভাবকদের নিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসার অনুরোধ করেন। তিনি বলেন- রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় অনেক বধির প্রতিবন্ধী রয়েছে যারা এই বিদ্যালয়ে পড়তে চায়। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ছাত্রাবাসের অভাবে তারা এই বিদ্যালয়ে পড়ালেখা করতে আসতে পারছে না। যেহেতু ৩ পার্বত্য জেলার মধ্যে এটি একমাত্র বিদ্যালয় তাই বধির (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের বিষয়টি আমলে নিয়ে ছাত্রাবাস নির্মাণে প্রশাসন ও উন্নয়নমূলক সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন।